, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ দেশের আকাশে দেখা যাবে সুপারমুন

  • আপলোড সময় : ০১-০৮-২০২৩ ১০:০৯:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৩ ১০:২৬:৪৬ পূর্বাহ্ন
আজ দেশের আকাশে দেখা যাবে সুপারমুন
আজ থেকে শুরু হলো আগস্ট। জ্যোতির্বিজ্ঞানের দিক দিয়ে চলতি মাস একটি বিশেষ মাস। এ মাসে অন্তত দুটি মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করতে চলেছে পৃথিবীবাসী। এর মধ্যে মাসের শুরুতেই দেখা যাবে সুপারমুন। আর মাসের শেষে ব্লুমুন। সৌরজগতে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণভাবে উদিত বড় চাঁদকে বলা হয় সুপারমুন। এটা এমন একটা ঘটনা যেখানে পূর্ণিমার চাঁদকে স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়।

এটা বিরল একটা ঘটনা এবং সেটাই ঘটবে আজ মঙ্গলবার ১ আগস্ট। চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থানে আসবে বিধায় পূর্ণিমার চাঁদ স্বাভাবিকের চেয়ে অন্তত ৭% বড় দেখা যাবে। এদিন বিশ্বজুড়ে অনেকেরই নজর থাকবে এই সুপারমুনের দিকে। বাংলাদেশে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত (আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে) সুপারমুন দেখা যাবে বলে জানা গেছে।

বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে সুপারমুন দেখার ব্যবস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপারমুন দেখার জন্য আগারগাঁওস্থ বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে স্থাপন করা হবে শক্তিশালী টেলিস্কোপ। এতে অংশ নিতে রাজধানীর শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন জাদুঘরের পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
 
তিনি বলেছেন, ‘রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুপারমুন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য এসময় কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হবে। এজন্য শিক্ষার্থীরা ০১৭১১৪০৭৯৪৮ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
 
ব্লুমুনের সঙ্গে চাঁদের রঙের কোনো সম্পর্ক নেই। একই মাসে হওয়া দ্বিতীয় পূর্ণিমাকে ব্লুমুন বলা হয়। বেশিরভাগ মাসই যেহেতু ২৯ দিনের চন্দ্রচক্রের থেকে দীর্ঘ, তাই প্রায়শই একই মাসে দুটি পূর্ণিমা ঘটতে পারে।
 
ব্লুমুন তুলনামূলকভাবে বিরল ঘটনা, যা প্রায় আড়াই বছরে একবার ঘটে। ১৯৯৯ সালে দুটি ব্লুমুন দেখা গিয়েছিল। তার একটি জানুয়ারিতে ও অপরটি মার্চ মাসে। চলতি বছরের দুটি পূর্ণিমা দেখা যাবে। আর এ দুটিই হবে সুপারমুন। একটি দেখা যাবে মঙ্গলবার (১ আগস্ট)। আর দ্বিতীয়টি তথা ব্লুমুনটি দেখা যাবে ৩১ আগস্ট, সকাল ৭টায়। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস