এবার ভারতে ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। খবর ইন্ডিয়া টুডের। আজ মঙ্গলবার ১ আগস্ট ভোরে নির্মাণকাজ চালানোর সময় দেশটির পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।
রাজ্যটির সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণকাজে মেশিনটি ব্যবহার করা হচ্ছিল বলে শাহপুর থানা পুলিশ জানিয়েছে। খবরে বলা হয়েছে, থানের সরলামবে গ্রামের কাছে একটি সেতু নির্মাণ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ছাড়াও ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সঙ্গে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেলে বড় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাশাপাশি মৃতদেহগুলোকেও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে পুলিশ, এনডিআরএফ এবং দমকল কর্মীরা উদ্ধার ও তল্লাশি কাজে নিয়োজিত রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত মেশিনটি হাইওয়ে এবং হাই-স্পিড রেল ব্রিজ নির্মাণ প্রকল্পে প্রিকাস্ট বক্স গার্ডার ইন্সটল করতে ব্যবহৃত হয়।