অবশেষে লন্ডনে চিকিৎসা শেষে আজ সোমবার দেশে ফিরেছেন তামিম ইকবাল। দেশে ফেরার সাথেই দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না টাইগার ওয়ানডে অধিনায়ক। এক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের।
এরপর হালকা ফিটনেস ট্রনিং শুরু করতে পারবেন এই বাঁহাতি ওপেনার। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হননি তামিম। বিমানবন্দর থেকে বের হয়ে সোজা গিয়েছেন নিজ বাসায়।
এদিকে তামিমের সমস্যা মেরুদণ্ডের কোমরের দিকের অংশে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যে অংশটাকে বলে এল-ফোর ও এল-ফাইভ।
তামিম কোমরে যে ধরনের সমস্যা অনুভব করছেন, মেরুদণ্ডের এই অংশ ক্ষয়ে এবং দুটি ভাগের মাঝে থাকা তরল শুকিয়ে গেলেই তা হয়। তার মেরুদণ্ডের ডিস্কেও সমস্যা রয়েছে। এর একটি চিকিৎসা হলো অস্ত্রোপচার।