, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফোন কি আমি চুরি করেছি: কফিনের ছবি দিয়ে পরীর প্রশ্ন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৩ ০৫:০৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৩ ০৫:০৫:৫৭ অপরাহ্ন
ফোন কি আমি চুরি করেছি: কফিনের ছবি দিয়ে পরীর প্রশ্ন
এবার কলকাতার একটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে বিনয়ের সঙ্গে ক্ষোভ ঝাড়লেন পরীমণি। মূলত, গতকাল রবিবার ৩০ জুলাই তার স্বামী শরিফুল রাজের আইফোন কলকাতার নন্দন চত্বর থেকে পকেটমার হয়ে যায়। অন্যান্য গণমাধ্যমের মতো এই খবরটি প্রকাশ করে ‘দ্য ওয়াল’ নামের একটি নিউজ পোর্টাল।

এই খবরের লিংক পোর্টালটির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয় স্বাভাবিকভাবেই। সেখানে হ্যাশট্যাগ দিয়ে পরীমণির নাম দেওয়া হয়। সেটির একটি স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পরীমণি। যদিও খবরে ব্যবহৃত রাজের চেহারা কফিন দিয়ে ঢেকে দিয়েছেন।

সেই ক্যাপশনে পরীমণি লিখেছেন, এই লোকের (রাজ) ফোন চুরির নিউজের সঙ্গে আমারে (আমাকে) হ্যাশট্যাগ দেওয়ার কী হইলো (হলো)। চুরি কি আমি করছি (করেছি)? এখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন।

এদিকে কলকাতায় চলমান পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে পকেটমারের কবলে পড়েন শরিফুল রাজ। এরপর তিনি নাকি পরীমণির সঙ্গে যোগাযোগও করেছিলেন।

প্রসঙ্গত, কয়েকমাস ধরেই এক ছাদের নিচে থাকছেন না পরীমণি-রাজ। তবে পরীর দাবি, এমনিতে রাজ তার খবর নেন না। প্রয়োজন পড়লে যোগাযোগের চেষ্টা করেন।
 
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা