, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার প্রস্তাব পেলেন আফিফ

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৩ ০৬:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৩ ০৬:৩২:৪৭ অপরাহ্ন
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার প্রস্তাব পেলেন আফিফ
সাকিব আল হাসান ও লিটন দাসের পর এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব পেলেন আফিফ হোসেন ধ্রুব। লিটন দাসের দল সারে জাগুয়ার্স থেকেই ডাক পেয়েছেন আফিফ। যেখানে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে এই বাঁহাতি ব্যাটারের। রোববার (৩০ জুলাই) সকালে আফিফের ঘনিষ্ঠ সূত্র থেকে এই তথ্য জানা যায়। তবে টুর্নামেন্টটিতে তার অংশ নেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি মিললেই আফিফ হবেন কানাডায় খেলা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার।

আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে কিছুদিনের মধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। এই ক্যাম্পের স্কোয়াডে আফিফের থাকা না থাকা এখন পর্যন্ত নিশ্চিত না। কারণ টাইগারদের ক্যাম্পের স্কোয়াড এখনও ঘোষণা করেনি টিম ম্যানেজমেন্ট।জাতীয় দলের সাত নম্বর পজিশনের জন্য আফিফসহ বেশ কয়েকজন খেলোয়াড় লড়ছেন। সেই তালিকায় রয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকাররাও। তবে স্কোয়াড ঘোষণা না করা হলেও কিছুদিনের মধ্যে এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণার কথা জানিয়েছে বিসিবি।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন আফিফ। এরপর আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে ফেরেন তিনি। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের ম্যাচে ওপেনিংয়ে নেমে ২০ বলে ২৪ রান করেছিলেন বাঁহাতি এই তরুণ ব্যাটার।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস