, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সান্তাহারে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে সড়ক মেরামত

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৩ ০৫:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৩ ০৫:১৭:০০ অপরাহ্ন
সান্তাহারে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে সড়ক মেরামত
আদমদীঘি (বগুড়া) থেকে: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গ্রামবাসীর উদ্যোগে সড়কে খানা-খন্দক সৃষ্টি হওয়া স্থান মেরামত করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের প্রবেশ মুখে একটি কালভার্টের সামনে থেকে মেরামত কাজ শুরু করা হয়েছে। স্বেচ্ছাশ্রম ও গ্রামবাসীর নিজ অর্থায়নে মেরামত কাজ করা হয়েছে। 

ওই এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম জানান, ১৯৯৫ সালের দিকে তৎকালিন সান্তাহার ইউপি চেয়ারম্যান তাহের উদ্দীন সরদারের মেয়াদকালে তার নিজ গ্রাম কায়েতপাড়ার এই সড়কে ইটসোলিং করেন। এরপর দীর্ঘ প্রায় ২৮ বছর কেটে গেলেও এই সড়ক পাকাকরন বা কোনো ধরনের সংস্কার কাজ করা হয়নি। ফলে ওই সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে খানা-খন্দক সৃষ্টি হয়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সড়কটি মেরামত করতে এগিয়ে আসেন। 

রোববার সকাল থেকে গ্রামের প্রবেশ মুখে একটি কালভার্ট থেকে জামে মসজিদ পর্যন্ত প্রায় সাড়ে ১২শ মিটার ইটসোলিং সড়কের মেরামত কাজ শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউপি সদস্য নাজিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মকলেছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, শফির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন প্রমূখ। স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দীন বলেন, বরাদ্দ আসার অপেক্ষায় না থেকে গ্রামবাসীরা নিজ অর্থায়নে সড়কটি মেরামত করার উদ্যোগ নেয়। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান