, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৩ ০৩:২৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৩ ০৩:২৭:৩৫ অপরাহ্ন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান। স্থানীয় সময় শুক্রবার (৫ মে) ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির ইশিকাওয়া প্রিফেকচার। তবে হতাহতের খবরও পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে। 

এদিকে  ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। এর প্রভাবে জাপানে ভূমিধস হতে পারে বলেও জানা গেছে। ভূমিকম্পের কারণে জাপানের জনপ্রিয় পর্যটন স্থান নাগানো এবং কানাজাওয়ার মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস