, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ , ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আদমদীঘিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৩ ০২:২৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৩ ০২:২৩:৫২ অপরাহ্ন
আদমদীঘিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন
আদমদীঘি (বগুড়া) থেকে: বগুড়ার আদমদীঘিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে পঞ্চম ধাপে আদমদীঘির মডেল মসজিদ সহ সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। 

এ মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে  নারী ও পুরুষের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রম, পবিত্র কোরআন হেফজ ও শিশু শিক্ষা সেবা, অতিথি শালা, বিদেশি পর্যটকদের আবাসন, লাশ গোসলের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণের ব্যবস্থা, ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র এবং ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা রয়েছে। 

এদিকে আদমদীঘিতে দৃষ্ট দন্দন চার তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধন উপলক্ষে মডেল মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা, জেলা আ’লীগের সদস্য আশরাফুল ইসলাম মুন্টু, আদমদীঘি উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, আব্দুল হক আবু, নাজিমুল হুদা খন্দকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী, ইমাম মুয়াজ্জিম, মসল্লিগনরা। 
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস