, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদানের স্বীকৃতি পেল পাঠাও

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৩ ০১:৪০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৩ ০১:৪০:৩৭ অপরাহ্ন
কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদানের স্বীকৃতি পেল পাঠাও
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদানের জন্য গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এমপ্লয়মেন্ট ক্যাটালিস্ট পুরস্কারে ভূষিত হয়েছে পাঠাও।

ফাহিম আহমেদ, পাঠাও-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

ফাহিম আহমেদ বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনে দেশীয় চ্যাম্পিয়ন পাঠাও, বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান তৈরিতে কাজ করে যাচ্ছে। জীবনমান উন্নত করার লক্ষ্যে যারা কাজ করতে প্রস্তুত, তাদের ক্ষমতায়নে আমাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই পুরস্কারটি পেয়ে আমরা গর্বিত।

উল্লেখ্য, রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস ব্যাবসায় পাঠাও, ২০১৫ সালের সূচনার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে ৫ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। নেপাল ও বাংলদেশ-এ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পাঠাও ১ কোটিরও বেশি ভোক্তা, দৈনিক উপার্জনকারি ও ছোট ব্যাবসায়কে সেবা দিয়ে আসছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস