, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উপনির্বাচনে এক বুথে ২ ঘণ্টায় ভোট পড়েনি একটিও

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৩ ১২:৫৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৩ ১২:৫৩:২৮ অপরাহ্ন
উপনির্বাচনে এক বুথে ২ ঘণ্টায় ভোট পড়েনি একটিও ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার  (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ১৫৬টি কেন্দ্রের এক হাজার ২৫১টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে নগরীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ছয়টি বুথে দুই ঘণ্টায় ২৮টি ভোট পড়েছে। অন্যদিকে তিন নম্বর বুথে ৩৯১ ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। আজ সরেজমিন থেকে এই তথ্য পাওয়া যায়। 

জানা গেছে, ওই কেন্দ্রটিতে ২ হাজার ৩৪৬ জন ভোটার আছেন। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ছয়টি বুথে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৮টি। অন্যদিকে তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি।

এদিকে ১ ঘণ্টা ৫০ মিনিটে ওই কেন্দ্রের এক নম্বর বুথে ভোট পড়েছে ১০টি, দুই নম্বর বুথে ছয়টি, তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। এ ছাড়াও চার নম্বর বুথে সাতটি, পাঁচ নম্বর বুথে দুটি, ছয় নম্বর বুথে তিনটি করে ভোট পড়েছে। কেন্দ্রের তিন নম্বর বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আনসার উল্লাহ জানান, এই কেন্দ্রটির তিন নম্বর বুথে ৩৯১ জন নারী ভোটার আছেন। কিন্তু রোববার সকাল ১০টা পর্যন্ত কোনও ভোট পড়েনি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পুলক কুমার বড়ুয়া জানান, রবিবার সকালে ভোটারের উপস্থিতি কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসন। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২৩ জন। গত ২ জুন এ আসনে তিনবারের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন মারা যান। ফলে আসনটি শূন্য হয়।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা