, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মাতুয়াইলে বাসে আগুন, থেমে থেমে সংঘর্ষ চলছে

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৩ ১২:৫৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৩ ১২:৫৮:৪০ অপরাহ্ন
মাতুয়াইলে বাসে আগুন, থেমে থেমে সংঘর্ষ চলছে ফাইল ছবি
পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকার বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। অনুমতি না থাকায় এই কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিশ। এতে করে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে, পরে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করে। এরপর পুলিশ শনির আখড়ার দিকে চলে গিয়ে সেখানে তার একতত্রিত হওয়ার চেষ্টা করেন। এই মুহুর্তে রাস্তা দখল করে আছে বিএনপি নেতাকর্মীর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে আগুন দেওয়া বাসটি  ‘ঠিকানা পরিবহন’র।

শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত এ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। মাতুয়াইল মেডিকেল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে যাত্রাবাড়ি থেকে শুরু করে শনিরআখড়া এলাকায় পুলিশ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। শনিরআখড়া থেকে একটু সামনে মাতুয়াইল মেডিকেলের সামেন বিএনপি নেতারা অবস্থান নিয়েছে।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া