, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এক ওভারে ৪৬ রানের বিশ্ব রেকর্ড

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৩ ০২:২৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৩ ০২:২৪:৪৭ অপরাহ্ন
এক ওভারে ৪৬ রানের বিশ্ব রেকর্ড
আন্তর্জাতিক ওয়ানডেতে এক ওভারে সর্বোচ্চ ৩৬ রান এসেছে দুইবার। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ ছক্কায় ৩৬ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে একই রান করেছিলেন যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রাও। টেস্টের ১ ওভারে সর্বোচ্চ রান করার রেকর্ড মূলত একজন বোলারের। ২০২২ সালে ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলে নেন ভারতের জাসপ্রিত বুমরাহ।

টি-টোয়েন্টিতেও এক ওভারে ওয়ানডের মতোই সর্বোচ্চ ৩৬ রান এসেছে। এই মাইলফলকও দুইবার অর্জিত হয়েছে। ২০০৭ সালে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে পিটিয়েই এক ওভারে ৩৬ রান তুলেছিলেন ভারতের যুবরাজ সিং। তার সেই ইনিংসে ছিল ৬টি ছক্কা। আর ২০২১ সালে শ্রীলংকার বিপক্ষে এক ওভারে ৩৬ রান করেন ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড। কিন্তু কেউ যদি বলে এক ওভারে ৪৬ রান হয়েছে, সেটি কি বিশ্বাসযোগ্য?

কুয়েতের কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে বিরল এক রেকর্ড গড়লেন ব্যাটার বাসুদেব। মাত্র এক ওভারে করলেন ৪৬ রান। এর মাধ্যমে ২০১৮ সালে নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ওভারে ৪৩ রানের রেকর্ড ভাঙলেন তিনি। মঙ্গলবার (২ মে) চ্যাম্পিয়নশিপেরে টুর্নামেন্টে ট্যালি সিসি বনাম এনসিএম ইনভেস্টমেন্টসের ম্যাচে ঘটনাটি ঘটেছে। এদিন আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে এনসিএম। ইনিংসের ১৫ তম ওভারে ৪৬ রানের রেকর্ডটি হয়। সেই ওভারের প্রথম বলটি ‘নো’ করেন হারমান। প্রথম বলেই ছয় হাঁকান বাসুদেব। দ্বিতীয় বলে ব্যাটার বল ব্যাটিংয়ে লাগাতে না পারলেও বোলার কপাল পুড়ে লেগ বাইয়ে ৪ হওয়ায়। পরের বলে আবার ছক্কা। পরের বলে আবার ছক্কা।

এরপর ‘নো’ সঙ্গে ৭ রান দেন তিনি। পরের ডেলিভারিগুলো টানা তৃতীয় ছয়ের সঙ্গে চার মেরে এক ওভারে রেকর্ড ৪৬ রান নেওয়ার কীর্তি গড়েন বাসুদেব। ওভারটা ছিল এমন ১,৬, ৪,৬, ৭,৬, ৬,৬, ৪। হারমানকে এমন লজ্জার রেকর্ড দেওয়ার ম্যাচে পরে সেঞ্চুরিও করেছেন বাসুদেব। ৪১ বলে ১০০ রান করেন তিনি। বাসুদেবের বিধ্বংসী এই ইনিংসে ৪ চারের বিপরীতে ১১ ছক্কায়। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারে ৬৬ রানে অলআউট হয় ট্যালি সিসি। এতে ২১৬ রানের বড় জয় পায় এনসিএম ইনভেস্টমেন্টস।
 
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস