, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাভারে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৩ ১০:১৫:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৩ ১০:১৫:২৬ পূর্বাহ্ন
সাভারে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন ছবি : সংগৃহীত
আজ শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বিএনপি টানা পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগও প্রবেশপথগুলোতে একই সময় অবস্থান করার কথা জানালেও কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, কোনো দলকেই এই অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। 

রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা বিএনএস সেন্টার, গাবতলী এস এ খালেক বাসস্ট্যান্ড, নয়াবাজার বিএনপি অফিস, যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম রোড—এই চার স্থানে আজ অবস্থান নেবে বিএনপি।

বিএনপি ও যুবলীগের অবস্থান কর্মসূচি থাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভারের আমিনবাজারে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশের এ উপস্থিতি দেখা গেছে।


২০ জন করে পাঁচ প্লাটুন পুলিশ সদস্য রয়েছে। এ ছাড়া এপিসি বুলেট প্রুফ একটি সাদা রঙের সাঁজোয়া যান দাঁড়িয়ে রয়েছে। তবে এ সময় দুই দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহ বলেন, আমরা সকল বিষয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে সার্বক্ষণিক তৎপর রয়েছি। যেকোনো ধরনে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর