জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীতে নৌকায় সেলফি তুলতে গিয়ে নিখোঁজ মো. আপন (১৬) এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। গত এক মাসেও তার কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার (২৮ জুলাই) জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন মো. আপনের জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আপন দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী এলাকার মহিউদ্দিন হিরুর ছেলে। সে জামালপুর জিলা স্কুল থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন বলেন, বিজ্ঞান বিভাগ থেকে আপন এবার জিপিএ-৫ পেয়েছে। সে ছাত্র হিসেবে খুবই ভালো ছিল। মেধাবী শিক্ষার্থী হিসেবে তাকে ব্যক্তিগতভাবে তিনি চিনতেন। ফলাফল পাওয়ার পর কষ্ট লেগেছে। ছেলেটি জিপিএ-৫ পেল। কিন্তু সে পৃথিবীতে নেই। সবচেয়ে বড় কষ্ট, তার মরদেহটি এখনও পাওয়া যায়নি। পরিবারের কেউ ফল জানতে আসেনি। তিনি ব্যক্তিগতভাবে তার ফল দেখেছেন।
এর আগে, ২৪ জুন ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে দুই বন্ধুর সঙ্গে যমুনা নদী দেখতে বাহাদুরাবাদ নৌকাঘাটে যায় আপন। সেখানে থাকা একটি নৌকায় উঠে কিনারায় দাঁড়িয়ে সেলফি তোলার সময় হঠাৎ পানিতে পড়ে যায় সে। এরপর ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালায়। টানা কয়েক দিন অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস অভিযান স্থগিত করে। এখনও সে নিখোঁজ আছে।