আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: এসো মিলি ঐক্যের বন্ধনে, উৎসবের বাঁধন প্রাণে প্রাণে এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে সাংবাদিকদের দিনব্যাপী পূণর্মিলনী উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকালে শহরের পৌর কনভেনশন হল থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ করে। পরে শহরের পৌর কনভেনশন হলে এক আলোচনা সভা ও উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহাপরিচালক ড জাফর ওয়াজেদ।
পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক প্রণব নিয়োগীর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এসময় সিরাজগঞ্জের প্রবীন সাংবাদিক শাহনেওয়াজ দুলাল, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, পুণর্মিলনী উৎসবের সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমূখ ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন বক্তব্য রাখেন। পরে শহীদ সাংবাদিক পরিবারে সম্মাননা ক্রেষ্ট ও ‘সাংবাদিকতায় সিরাজগঞ্জ’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
এছাড়া বাঙ্গালির ঐতিহ্য পূথি পাঠসহ দিন ভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জেলার সাংবাদিক বৃন্দ।