পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলছেন, সফলতা দেখে কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের আর্মি বা অন্যরা যেন যেতে না পারে এজন্য একদল তদবির করছে, টাকা খরচ করছে। আজ শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার একটি কলেজ মাঠে বিভিন্ন ইউনিয়নের জনগনের সঙ্গে মতবিনিময় ও দরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন ও চেকবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারকে অপছন্দ করার কারণ থাকতে পারে, কিন্তু তারা সরকারের বিরোধীতা করতে গিয়ে দেশকে ধ্বংস করছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপি আমাদের দেশের এক লক্ষ ছিয়াশি হাজার শান্তিরক্ষী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশের সুনাম বৃদ্ধি করছে।
তিনি এ সময় দেশের বিরুদ্ধে অপতৎপরতা রুখতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্ররিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। সরকার জনগণের স্বার্থে কাজ করছে।