, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাঁচ বছরে সড়কে প্রাণ গেছে প্রায় ৪০ হাজার

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ০৪:১৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ০৪:১৫:২৮ অপরাহ্ন
পাঁচ বছরে সড়কে প্রাণ গেছে প্রায় ৪০ হাজার ফাইল ছবি
গত পাঁচ বছরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত এবং ৫৮ হাজার ৭৯১ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত পাঁচ বছরে মোট ২৮ হাজার ২৯৯টি দুর্ঘটনা ঘটেছে। হতাহতের মধ্যে ৩ হাজার ৯৪১ জন শিক্ষার্থী হয়েছেন।

সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১৮ সালের ২৯ জুলাই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে। তখন সরকার তাদের দাবিগুলো মেনে নিলেও গত ৫ বছরে এর কোনোটি বাস্তবায়ন হয়নি। ফলে সড়কে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে।

তিনি বলেন, সরকারের পরিকল্পনার গলদে ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় যানবাহন, মোটরসাইকেল, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। যানজট ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়লেও সরকার বলছে কমছে। এটি জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, তরুণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন আমাদের নীতি-নির্ধারকদের চোখ খুলে দিলেও ধীরে ধীরে তারা আবারও ঘুমিয়ে পড়েছে। যার ফলে সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়ানৈরাজ্য ও যাত্রী হয়রানি বেড়েছে।

বিবৃতিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে দায়েরকৃত সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সর্বশেষ সংবাদ