, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘জয় বাংলা, বাংলার জয়’ গানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ০৩:২৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ০৩:২৮:৫৬ অপরাহ্ন
‘জয় বাংলা, বাংলার জয়’ গানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু ছবি: সংগৃহীত
ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশ এরইমধ্যে শুরু হয়েছে। দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠেছে সমাবেশস্থল।

দুপুরে নামা হঠাৎ বৃষ্টির পর দলটির নেতাকর্মীদের উপস্থিতির সংখ্যা আরও বাড়ছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে। এরইমধ্যে দলটির নেতাকর্মীদের ভিড় সাবেশস্থল থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত পৌঁছেছে। দুপুরের পর থেকে সমাবেশের মঞ্চ থেকে দাবি করা হচ্ছে আজকের সমাবেশে ৫ লাখ লোকের সমাগম হবে।

শান্তি সমাবেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সময় দলীয় নেতাকর্মীরা একই সুরে গাইতে থাকেন। মুক্তিযুদ্ধ ও দলীয় সঙ্গীত গেয়ে শুরু হয় সমাবেশ। মঞ্চে এ সময় তিন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত হন।

অপরদিকে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা যায়। সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা হাত নাড়িয়ে স্বাগত জানান মিছিলে আসা নেতাকর্মীদের।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক. যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। 

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা