, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর, মোবাইলে ভিডিও ধারণ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ০১:৫৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ০১:৫৪:৫৬ অপরাহ্ন
পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধর, মোবাইলে ভিডিও ধারণ ফাইল ছবি
পরিচয় জেনেও বরগুনায় প্রকাশ্যে মারধর করে আবু মুছা নামে এক পুলিশ সদস্যকে জখম করার অভিযোগ ওঠেছে। আহত মুছাকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি বাহিনীটির মনোবল ভেঙে দিতেই সুপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ নিয়ে মামলা হলে ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা করেছে।

এ মারধরের একটি ভিডিও ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। 
 
বৃহস্পতিবার (২৭ জুলাই) বরগুনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ লাকুরতলা এলাকার মো. শাহ্জাহান মল্লিকের ছেলে মো. গোলাম মাওলা মল্লিক (৩৮), গোলাম মাওলা মল্লিকের স্ত্রী শর্মি আক্তার লিজা (২০), একই ইউনিয়নের লাকুরতলা এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মো. রাজিব হাওলাদার (২৬) ও সদর উপজেলার নলটোনা ইউনিয়নের সোনাতলা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার (২৬)।

এদের মধ্যে গোলাম মাওলা মল্লিক বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গাড়ি চালক হিসেবে কর্মরত। ভুক্তভোগী ওই পুলিশ সদস্য জেলার সদর থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার (২৬ জুলাই) বিকেলে বরগুনা পৌর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে বরগুনার পৌর বাস স্ট্যান্ড এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালানো হয়।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম বলেন, ‘সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি পুলিশের মনোবল ভেঙে দিতেই পরিকল্পিত এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।’

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বরগুনা সদর থানায় কর্মরত উপ-পরিদর্শক মো. আবদুল হাই বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলার পর বরগুনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ধ্যায় চারজনকে গ্রেফতার করা হয়। আজ (শুক্রবার, ২৮ জুলাই) তাদের আদালতে হাজির করার কথা।