, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে আগামী দুই দিনে

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ১২:৩৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ১২:৩৭:৩২ অপরাহ্ন
বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে আগামী  দুই দিনে ফাইল ছবি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, দেশের ৮ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দুইদিনে সারাদেশে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
 
এদিকে আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক জানিয়েছেন, শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৪৪ মিলিমিটার।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা