, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


লাইসেন্স দেখতে চাওয়ায় পুলিশকর্মীকে বাইক চাপায় পিষে মারল যুবক

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৩ ১২:২৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৩ ১২:২৯:০৯ অপরাহ্ন
লাইসেন্স দেখতে চাওয়ায় পুলিশকর্মীকে বাইক চাপায় পিষে মারল যুবক
এবার লাইসেন্স দেখতে চাওয়ায় মোটরসাইকেলের চাকায় এক পুলিশকর্মীকে পিষে মারলেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। খবর আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়, রাস্তায় গাড়ি থামিয়ে লাইসেন্স দেখতে চাইছিলেন পুলিশকর্মীরা। সেই সময় হেলমেটহীন দুই বাইক আরোহীকে দেখে হাত তুলে তাদের থামতে বলেন এক পুলিশকর্মী। 

কিন্তু বাইক না থামিয়ে গতি বাড়িয়ে সেই পুলিশকর্মীকেই পিষে দেয় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

প্রতিবেদনে বলা হয়, জনদহ থানায় কর্মরত ছিলেন হোমগার্ড ব্রজেশ উপাধ্যায়। আরও কয়েক জনের সঙ্গে বৈশালীর হরিপ্রসাদ চৌকিতে ডিউটি করছিলেন তিনি। ওই এলাকা দিয়ে যাওয়া প্রতিটি গাড়ি থামিয়ে লাইসেন্স পরীক্ষা করছিলেন তারা। সেই সময় ব্রজেশ দেখতে পান মুজাফফরপুরের দিক থেকে দুই বাইক আরোহী আসছেন। মাথায় হেলমেট নেই। 

দেখেই তাদের থামতে বলেন ব্রজেশ। কিন্তু পুলিশ দেখে বাইক থামানোর পরিবর্তে গতি আরও বাড়িয়ে দেন তারা। তীব্র গতিতে বাইক সোজা গিয়ে চাপা দেয় ব্রজেশকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে রাস্তায় পড়ে যান দুই যুবক। তারাও আহত হয়েছেন।

পুলিশ জানায়, দুই বাইক আরোহীর নাম কৌশল কুমার (২৬) এবং পঙ্কজ কুমার (২৫)। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে পুলিশ। সুস্থ হলেই তাদের পুলিশি হেফাজতে নেয়া হবে।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া