, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ , ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


মিছিল-স্লোগানে উত্তাল নয়াপল্টন, সর্তক অবস্থানে পুলিশ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ১১:৩৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ১১:৩৯:২৯ পূর্বাহ্ন
মিছিল-স্লোগানে উত্তাল নয়াপল্টন, সর্তক অবস্থানে পুলিশ
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ উপলক্ষে সকাল থেকেই সরব অবস্থানে বিএনপির নেতাকর্মীরা। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির এ মহাসমাবেশ। দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। এ সময় মিছিল-স্লোগানে নয়াপল্টন এলাকা উত্তাল হয়ে উঠছে।

শুক্রবার (২৮ জুলাই) সকালে বিএনপি কার্যালয়ের সামনে এই চিত্র দেখা যায়। এ সময় নেতাকর্মীরা ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’ ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অপরদিকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্তক অবস্থানে রয়েছেন পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনী।

বিএনপি নেতাকর্মীদের থেকে জানা গেছে, দুপুরের পর থেকে সমাবেশ শুরুর কথা থাকলেও ফজরের পর থেকেই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যালয়ের সামনের সড়ক পুরোটা বন্ধ হয়ে যায়। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা বিভিন্ন দলে দলে মিছিল নিয়ে সমাবেশে আসেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, আমাদের দাবি এখন একটাই, শেখ হাসিনার পদত্যাগ। এই স্বৈরাচারের পদত্যাগ ছাড়া আমরা ঘরে ফিরব না। যত দিন পর্যন্ত নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে শেখ হাসিনা ক্ষমতা না ছাড়বেন, আমাদের আন্দোলন আরও তীব্রতর হতে থাকবে।

বিএনপির এক নেতা সিরাজুল জানান, আমরা এই সরকারের পদত্যাগ চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। এর জন্য যা করার দরকার আমাদের নেতাদের কথায় আমরা তা করবো। আমাদের নেতারা সরকার পতনের চূড়ান্ত ঘোষণা দিবে সেটা আশা করি।

এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিএনপিকে তাদের পছন্দের জায়গায় ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। সমাবেশের অনুমতি দেওয়ায় ডিএমপিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন, আলেম-ওলামা ও জনতার ঢল

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন, আলেম-ওলামা ও জনতার ঢল