, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


২৩ শর্তে আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৩ ০৪:৪১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৩ ০৪:৪১:০০ অপরাহ্ন
২৩ শর্তে আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি
রাজধানীতে শুক্রবার (২৮ জুলাই) শুধুমাত্র আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কথা বলেন।

তিনি বলেন, ২৩ শর্তে তাদেরকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ও বিএনপিকে পল্টন দলীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীতে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশস্থল নিয়ে অনিশ্চয়তা ছিল। শুরুতে বিএনপিকে গোলাপবাগ মাঠ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংগঠনকে আগারগাঁও মাঠে ডিএমপি সমাবেশ করার পরামর্শ দিলেও তাতে রাজি হয়নি দুই দল।
বিএনপি নয়াপল্টনে আর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ করতে চেয়েছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। এ নিয়ে শুরুতে কঠোর অবস্থানে থাকলেও তা থেকে সরে এসেছে ডিএমপি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস