এবার মাঠের বাইরে থেকেও আলোচনায় নেইমার। সমর্থকরা তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেছে। সে বিক্ষোভে সমর্থকরা তাকে ক্লাব ছাড়তে বলছে। এমন অবস্থায় মেসি, নেইমার, ভেরাত্তি, গালতিয়েরের বাড়িতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। একদিনে দুই বিষয়ে আলোচনায় চলে এসেছেন নেইমার। প্রথমত, তার বাড়িতে বিক্ষোভ করেছে সমর্থকরা। দ্বিতীয়ত, ইনস্টাগ্রামের এক রিলে নেইমারের লাইক দেয়া।
এদিকে 'অফউইক্লিয়ার' নামের একটি ইনস্টাগ্রাম পেজ নেইমারের বাড়ির সামনে পিএসজি সমর্থকদের বিক্ষোভের ভিডিও নিয়ে একটি রিল পোস্ট করেছে। সেখানে পিএসজিকে ছোট ক্লাব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর সেই রিলে লাইক দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন নেইমার।
এদিকে মশাল আর ব্যানার হাতে পিএসজির সমর্থকরা মেসি–নেইমারকে ‘ওভাররেটেড’ (অতি মূল্যায়িত) খেলোয়াড় বলে দুয়ো দিয়েছেন। আর তারা বিক্ষোভ করছেন রাস্তায় রাস্তায়। যার কারণে, মেসি-নেইমারদের বাড়ির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘উগ্র’ সমর্থকদের বিক্ষোভ প্যারিসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় মেসি, নেইমার, মিডফিল্ডার মার্কো ভেরাত্তি, কোচ ক্রিস্তফ গালতিয়েরের বাড়ি আর পিএসজির ট্রেনিং সেন্টার ক্যাম্প দে লোগেসের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সব জায়গাতেই অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে সমর্থকদের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি পিএসজি। এক বিবৃতিতে সমর্থকদের এমন আচরণের নিন্দা জানিয়ে ফরাসি ক্লাবটি লিখেছেন, 'একটি ছোট গোষ্ঠীর অসহনীয় ও অপমানজনক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানায় পিএসজি। মতপার্থক্য যাই থাক না কেন, কিছুই এ ধরনের কাজকে সমর্থন করতে পারে না।'