, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যুবলীগ নেতার কবজি কেটে কারাগারে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৩ ০৩:২৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৩ ০৩:২৪:১৭ অপরাহ্ন
যুবলীগ নেতার কবজি কেটে কারাগারে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফাইল ছবি
নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীর কবজি কর্তন মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম অভিযুক্তদের জামিন মঞ্জুর ও আটকাদেশ দেন।

মামলার অপর ৩ অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মকুল ও আওয়ামী লীগ কর্মী সেন্টুকে জামিন দিয়েছেন আদালত।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বলেন, মামলার ৪ অভিযুক্ত আদালতে হাজির হয়ে বিচারকের কাছে জামিন আবেদন করেন। আদালত ৩ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্ত্তজা আল বাবলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুরেই সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুকে কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।

গত ২৩ জুলাই রাতে শহরের ভবানীগঞ্জ এলাকায় সন্ত্রাসীরা মিথুনের ডান হাতের কবজি কেটে দেয়। এ ঘটনায় ২৫ জুলাই নাটোর সদর থানায় মিথুনের ছোট ভাই স্বপ্ন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করেন।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর