, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মার্কিন পররাষ্ট্র দপ্তর

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক: যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৩ ০৩:২২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৩ ০৩:৪১:১০ অপরাহ্ন
অবাধ ও সুষ্ঠু নির্বাচন আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক: যুক্তরাষ্ট্র ফাইল ছবি
ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করছে এবং আমরা সবসময় এ বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছি। এটা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক।

আমরা বিশ্বাস করি- অবাধ ও সুষ্ঠু নির্বাচন একটি অভিন্ন অগ্রাধিকার। প্রধানমন্ত্রীসহ (শেখ হাসিনা) অনেক বাংলাদেশি সরকারি কর্মকর্তা নিজেরাই বলেছেন, এটি তাদেরও লক্ষ্য।

বুধবার (২৬ জুলাই) বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া ইস্যুতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেদান্ত প্যাটেল আরও বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করি। গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এবং এটি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়।

এর আগে, গতকাল বুধবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতির ঘটনায় যুক্তরাষ্ট্রসহ ১১টি দেশ এবং ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া ১৩ দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ডাকা হয়েছিল। তাদের আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলতে আহ্বান জানিয়েছি। ভবিষ্যতে এ বিষয়ে সচেতন থাকতেও তাদের সতর্ক করা হয়েছে।