, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


একই শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৩ ০২:১৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৩ ০২:১৫:৪৫ অপরাহ্ন
একই শর্তে দুই দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ এবং বিএনপি, দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সচিবালয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুটি দল কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেওয়া হয়নি। রাজপথে সমাবেশ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, কেউ রাজপথে সমাবেশ করলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কোন সহিংসতা ঘটলে সেই দায়ও নিতে হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে কোন বাধা নাই। তবে তারা যেন কোন ধ্বংসাত্নক কিছু না করে। কোথাও জনগনের দুর্ভোগ সৃষ্টি না করে ভাংচুর না করে। জনগনের বিরুদ্ধে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছেন বলেও জানান তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী, রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহবান জানান। 

এদিকে আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সমাবেশ কর‍তে চায় বায়তুল মোকারমের দক্ষিণ গেটে। তবে এ নিয়ে এখনো কঠোর অবস্থানে ডিএমপি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস