, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জাতীয় পার্টির আয় কমেছে

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৩ ০১:৪৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৩ ০১:৪৯:৫২ অপরাহ্ন
জাতীয় পার্টির আয় কমেছে
আয় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ও বেড়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির (জাপা)। বৃহস্পতিবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) দলটির জমা দেওয়া ২০২২ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব থেকে এমন চিত্র পাওয়া গেছে। গত অর্থ বছরে জাতীয় পার্টির(জাপা) আয় দুই কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮টাকা। আর ব্যয় হয়েছে এক কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। 

ইসি সচিবব মো. জাহাংগীর আলমের কাছে হিসাব জমা দেওয়ার পর জাপার অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, গত পঞ্জিকা বছরে (২০২২) আমাদের আয় হয়েছে দুই কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮টাকা। আর ব্যয় হয়েছে এক কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। আয়-ব্যয়ের পরে আমাদের ব্যাংকে স্থিতি আছে এক কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।

দলগুলো মনোনয়ন ফরম বিক্রি, প্রকাশনা বিক্রি প্রভৃতি থেকে আয় করে। আর ব্যয় করে প্রচার কার্যক্রম, অফিস কর্মচারিদের বেতন প্রভুতি খাতে।  প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস