কালীগঞ্জ (গাজীপুর) থেকে : গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের কালীগঞ্জ-টঙ্গী সড়কের মিশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এ সময় অনুমোদনহীন বেশ কিছু যানবাহনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিভিন্ন হারে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এই দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক উম্মে হাফছা নাদিয়া বলেন, সড়কে শৃঙ্খলা আনতে কালীগঞ্জের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বাস- ট্রাক, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশার লাইসেন্স ও রুট পারমিট যাচাই-বাছাই করা হয়। এ সময় অনুমোদনহীন বেশ কিছু যানবাহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩টি মামলায় ৩ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এ বিচারক।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।