, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


এলপিএল মাতাতে দেশ ছাড়লেন মিঠুন

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৩ ০৩:৩৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৩ ০৩:৩৪:৫৯ অপরাহ্ন
এলপিএল মাতাতে দেশ ছাড়লেন মিঠুন
চলতি বছরের আগামী মাসের শুরু থেকেই মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। আর আসন্ন এই আসরে বাংলাদেশ থেকে খেলবেন বেশ কয়েকজন ক্রিকেটার। সেই তালিকায় আছেন মোহাম্মদ মিঠুনও। অভিজ্ঞ এই ব্যাটার আজ শ্রীলঙ্কার উদ্দ্যেশ্যে দেশ ছেড়েছেন।

আজ বুধবার দুপুর আড়াইটার ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন মিঠুন। গণমাধ্যমকে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন তিনি। আসন্ন এই ফ্র্যাঞ্চাইজি লিগে গল টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন তিনি।
 
এদিকে মিঠুনের ক্যারিয়ারে এবারই প্রথমবার দেশের বাইরের কোনো লিগে সুযোগ পেয়েছেন। যে কারণে বেশ রোমাঞ্চিত তিনি। দেশ তেগের আগে নিজের ভালো লাগার কথা জানিয়ে মিঠুন বলছিলেন, 'আলহামদুলিল্লাহ, দেখেন প্রথমবার যেহেতু দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছি ভালো লাগা একটু বেশিই। সঙ্গে চ্যালেঞ্জও রয়েছে সেখানে গিয়ে ভালো করার।' 

তিনি বলেন, 'টিম ম্যানেজমেন্ট বা কোচ ক্যাপ্টেন সবার সঙ্গেই কথা হয়েছে। তারা যথেষ্ট সাপোর্টিভ। এখন বাকিটা আল্লাহ ভরসা। চেষ্টা করবো নিজের যা সামর্থ্য রয়েছে সবটুকু দলকে দিতে। তবে মূল লক্ষ্য থাকবে সুযোগ পেলে সেই সুযোগটা কাজে লাগানোর।'