, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে ৫৫টি গাছসহ ধরা খেলেন চাষী

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৩ ০৩:০১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৩ ০৩:০১:১৭ অপরাহ্ন
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে ৫৫টি গাছসহ ধরা খেলেন চাষী
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘিয়ালা গ্রামে নিজ বাড়ির আঙিনায় টিনের বেড়া দিয়ে গোপনে গাঁজা চাষ করতেন আছের আলী (৫৪)। গোপন সূত্রে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে বুধবার সকালে ৫৫টি গাঁজা গাছসহ আছের আলীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ঘিয়ালা গ্রামের। আছের আলী এই গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। এসব গাঁজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে তিনি উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধরকে সঙ্গে নিয়ে বুধবার আছের আলীর বাড়িতে অভিযান চালান। এসময় আছের আলীকে গ্রেপ্তার করা হয়। তবে তার পরিবারের অপর সদস্যরা পালিয়ে যান।

ওসি আরো জানান, উঠানের একপাশে টিনের বেড়া দিয়ে পিছনে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছিলেন আছের আলী। তিনি নিজেও গাঁজা সেবী। তার উৎপাদিত গাঁজা এলাকার যুব সম্প্রদায়ের মধ্যে গোপনে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। সামনে টিনের বেড়া থাকায় বাহিরের লোক ভেতরের গাঁজা চাষের বিষয়টি সহজে টের পেত না। আছের আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম তপনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার ইউনিয়নে কিছু লোক গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত বলে তিনি জানতে পেরেছেন।  কিন্তু বাড়ির আঙ্গিনায় এভাবে গাঁজা চাষ করতেন এ বিষয়টি তিনি জানতেন না।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস