, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেসির 'সেঞ্চুরি'

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৩ ১২:৩৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৩ ১২:৩৭:৩৮ অপরাহ্ন
মেসির 'সেঞ্চুরি'
কাতার বিশ্বজয়ের পর ক্লাব ফুটবলে নতুন অধ্যায় শুরু করেছেন লিওনেল মেসি। ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে, মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে ইতিমধ্যে দুর্দান্ত এক অভিষেকও হয়েছে তার। গত শুক্রবার ক্রুজ আজুলের বিপক্ষে বদলি নেমে শেষ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন লিওনেল মেসি। তাতে জয় পায় ইন্টার মিয়ামি।

এদিকে আজ আটলান্টার বিপক্ষে আরও দুর্দান্ত আর্জেন্টাইন ফরোয়ার্ড। এদিন তার হাতেই ছিল অধিনায়কের আর্মব্যান্ড। এমন রাতে ছাপ রাখলেন তিনি জোড়া গোল করে এবং একটি গোলে অ্যাসিস্ট করে। ৪-০ তে লিগস কাপে আটলান্টা ইউনাইটেডকে উড়িয়ে দিলো মায়ামি। যুক্তরাষ্ট্রের ফুটবলে আজকের ম্যাচটি নিয়ে মেসি দুই ম্যাচ খেললেন, গোলও পেলেন।

শুধুই যে গোল পেয়েছেন এমনটিই নয়। মেসি মাঠে নামবেন আর রেকর্ডবুকে কিছু হবে না এমনটি কি কখনো হয়েছে? আজও মেসি মাঠের পাশাপাশি রেকর্ডবইয়ে লেখা হয়েছে তার কিছু কীর্তি। আটলান্টার বিপক্ষে গোল করে অফিসিয়াল ম্যাচে এ নিয়ে ১০০ ক্লাবের বিপক্ষে গোল করার কৃতিত্ব দেখালেন আর্জেন্টাইন তারকা। এ নিয়ে মোট ২৩টি দেশের ১০০টি আলাদা ক্লাবের বিপক্ষে গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। 

এছাড়া দক্ষিণ আমেরিকান ফুটবল এবং সেখানকার ফুটবলারদের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট সুদাঅ্যানালিটিকস হিসেবে অফিসিয়াল ম্যাচে ১১৫টি আলাদা আলাদা ক্লাবের মুখোমুখি হয়ে ১৫টি ক্লাবের বিপক্ষেই গোল করতে ব্যর্থ হয়েছে মেসি। বাকি ১০০টি ক্লাবের বিপক্ষে নিশানাভেদ করেছেন সাবেক এই বার্সা তারকা।

ফুটবল ক্যারিয়ারে ইন্টার মিয়ামি হলো মেসির তৃতীয় ক্লাব। এর আগে বার্সেলোনা ও পিএসজির হয়ে ৯৮টি আলাদা প্রতিপক্ষের বিপক্ষে ৭০৪ গোল করেছিলেন এ তারকা ফুটবলার। মিয়ামির হয়ে ২ ম্যাচে ৩ গোলের পাশাপাশি গোলও বানিয়ে দিয়েছেনও। আর এতেই এই কীর্তি গড়েন লা পুলগা।

এছাড়া এখানেই শেষ নয় তার কীর্তি আটলান্টার বিপক্ষে মেসি করা গোল দুটিই ছিল ডান পায়ে। এতে করে অফিসিয়াল ম্যাচে মেসির ডান পায়ে জোড়া গোল দেখা গেল ৮ বছর পর। সবশেষ লা লিগায় ২০১৫ সালে লেভান্তের বিপক্ষে ম্যাচে ডান পায়ে জোড়া গোল করেছিলেন মেসি। 
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের

সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের