, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


নিষিদ্ধ হলেন ভারতীয় অধিনায়ক

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৩ ১০:৫২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৩ ১০:৫২:০৫ পূর্বাহ্ন
নিষিদ্ধ হলেন ভারতীয় অধিনায়ক
অবশেষে অবসান ঘটলো সকল জল্পনা কল্পনার। শাস্তির পরিমাণ বাড়লো ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের। দুই ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। গতকাল মঙ্গলবার ২৫ জুলাই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মান প্রদর্শন ও প্রতিপক্ষের খেলোয়াড়ের প্রতি অসাদাচরণ করায় ভারতীয় দলপতি করেছেন লেভেল-২ এর অপরাধ। যে কারণে জরিমানা ও ডেমেরিট পয়েন্ট পাওয়ার পাশাপাশি নিষিদ্ধ হতে হলো মিডল অর্ডার এই ব্যাটারকে।

ফলে আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের দুই ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই ভারতীয়দের খেলতে হবে। হারমানপ্রীত ভারতের প্রথম নারী ক্রিকেটার যিনি আইসিসির কোড অফ কন্ডাক্টের লেভেল-২ এর অপরাধ করেছেন।

এদিকে আইসিসির আচরণবিধি অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাস সময়ের মধ্যে ৪ ডিমেরিট পয়েন্ট পেলে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। এতে এক টেস্ট কিংবা দুই ওয়ানডে বা দুই টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়।
সর্বশেষ সংবাদ