, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যুবকদের কয়েক বছর পরে জাদুঘরে দারিদ্র্য দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৩ ১০:০৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৩ ১০:০৩:০৬ পূর্বাহ্ন
যুবকদের কয়েক বছর পরে জাদুঘরে দারিদ্র্য দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের আমূল পরিবর্তন হয়েছে এবং দেশের সবস্তর থেকে দারিদ্র্য দূর হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মঙ্গলবার ২৫ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ সরকার দারিদ্র্য কমিয়েছে। দেশের বর্তমান সময়ের যুবকদের কয়েক বছর পরে জাদুঘরে দারিদ্র্য দেখাতে হবে।

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পুঁজিবাজারের অবদান আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যবসা ও শিল্প জগৎ নিয়ে কাজ করে যাচ্ছে। কমিশনের এ কাজের কোনো তুলনা হয় না।

এদিকে সরকার ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়ায় বাংলাদেশে অর্থনৈতিক বিপ্লব সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কমিশনের দক্ষতার কারণে ব্যবসায়ীরা ব্যাপক উপকৃত হচ্ছেন। গত ২০ বছর আগে আমাদের অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় ছিল, তার চেয়ে এখন অনেক ভালো অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এসময় বিএসইসির কমিশনার, নির্বাহী পরিচালক এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ