এবার মুশফিকুর রহিমের দল জোহানেসবার্গ বাফেলোজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ বলে ২১ রান। দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়েছিলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। একে একে ৪টি বলকে সীমানাছাড়া করলেন। সমীকরণ নেমে আসলো ১ বলে ৪ রানে। কিন্তু শেষে গিয়ে দলের তরী জয়ের তীরে ভেড়াতে পারলেন না মুশফিক।
রোমাঞ্চকর জয়ের আশা জাগিয়েও ফিরলেন হারের হতাশা সঙ্গী করে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম আফ্রো টি-টেন ক্রিকেটে মঙ্গলবার (২৫ জুলাই) অল্প ব্যবধানে পরাজয় মানতে হয়েছে মুশফিকের দল জোহানেসবার্গ বাফেলোজকে। ডারবান কালান্দার্সের বিপক্ষে তারা হেরেছে ২ রানে।
এর আগে প্রথমে ব্যাট করে টিম সেইফার্টের ২০ বলে ৪৬, ক্রেইগ আরভিনের ১৪ বলে ৩৩ ও আসিফ আলির ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে ১২১ রান করে কালান্দার্স। মুশফিকের দলের হয়ে ওয়ালিংটন মাসাকাদজা তুলে নেন ২ উইকেট।
রান তাড়ায় মোহাম্মদ হাফিজ ১৩ বলে ৩০ ও ইউসুফ পাঠান ১৫ বলে ৩২ করলে বাফেলোজদের জয়ের সম্ভাবনা বাড়ে। কিন্তু, অন্য ব্যাটাররা কেউ তেমন কিছু করতে না পারায় চাপে পড়ে বাফেলোজ। পরে মুশফিকের প্রাণপণ চেষ্টাও জয়ের জন্য যথেষ্ট হয়নি। মুশফিক সাতে নেমে ৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।
এদিকে , জিম আফ্রো টি-টেন ক্রিকেটের প্রথম ম্যাচে ২৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে দারুণ শুরু করেন মিস্টার ডিপেন্ডেবল। পরের দুই ম্যাচে ঠিক দলের চাহিদা মেটানোর মতো ইনিংস খেলতে পারেননি তিনি। দুই ম্যাচে খেলেন ১২ বলে ১৯ এবং ১৩ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস।