, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উৎসবমূখর পরিবেশে প্রতিবন্ধী তরুণ-তরুণীর বিয়ে দিলেন এলাকাবাসী

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৩ ১১:০৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৩ ১১:০৬:০৮ অপরাহ্ন
উৎসবমূখর পরিবেশে প্রতিবন্ধী তরুণ-তরুণীর বিয়ে দিলেন এলাকাবাসী
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জের চৌহালীতে উৎসবমুখর পরিবেশে ধুমধাম আয়োজনে দুই বুদ্ধি প্রতিবন্ধীর বিয়ে দিয়েছেন এলাকাবাসী। সোমবার  (২৪জুলাই) রাতে তাদের বিয়ের আয়োজন করা হয়। পরে ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। বিয়ের যাবতীয় খরচ বহন করেন বরপক্ষের এলাকার লোকজন। আজ মঙ্গলবার তাদের বৌভাত অনুষ্ঠিত হয়।
 
খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী  গ্রামের রুহুল আমিনের  ছেলে বেনসন আলাউদ্দিন  (২৫) ও কনে চৌহালী উপজেলার খাষকাউলিয়া  ইউনিয়নের একই গ্রামের দিনমজুর মো. মুসলেম উদ্দিনের   মেয়ে মৌসুমী আক্তার  (১৮)।
 
জানা যায়, বেনসন আলাউদ্দিন  জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। চার ভাই বোনের মধ্যে বেনসন আলাউদ্দিন  সবার বড়।  বেনসন আলাউদ্দিন  বড় হলেও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার বিয়ে হচ্ছিল না। অন্যদিকে মো. মুসলেম উদ্দিনের তিন  মেয়ের মধ্যে মৌসমী আক্তার  দ্বিতীয় । বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তারও বিয়ে হচ্ছিল না। 
 
বেনসন আলাউদ্দিন  বিয়ের জন্য মেয়ে না পাওয়ায় ঘটকালি শুরু করেন তার প্রতিবেশী ফকির  জাহাঙ্গীর, জাহাঙ্গীর মোল্যা,  রোকন। তারা খুঁজে বের করেন মৌসুমী আক্তার কে। পরে মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের দিন ধার্য করেন। পরবর্তীতে বিষয়টি জানানো হয় বেনসন আলাউদ্দিনের  গ্রামবাসীকে।
 
বেনসন আলাউদ্দিনের   প্রতিবেশী উপজেলা আ'লীগের সহ দপ্তর সম্পাদক  নজরুল ইসলাম  বলেন, বেনসন আলাউদ্দিন  ভিক্ষাবৃত্তি করে চলেন। তার আসলে বিয়ে করার মতো  সামর্থ্য নেই। আমরা যখন জানতে পারি যে তার বিয়ে ঠিক হয়েছে তখন আমরা এলাকাবাসী মিলে চাঁদা তুলে এলাকার সুশীল সমাজের মানুষকে সঙ্গে নিয়ে বিয়ের প্রস্তুতি নেই। বিয়ের দিন বর আলাউদ্দিনসহ ১০ জন বরযাত্রী নিয়ে আমরা কনের বাড়িতে যাই। কনে মৌসুমী আক্তার  বাবারও সামর্থ্য না থাকায় বিয়ের সমস্ত খরচ আমরাই বহন করি।
 
ফকির জাহাঙ্গীর  বলেন, আলাউদ্দিন  যখন বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিল না বা কেউ তার সঙ্গে মেয়ে বিয়ে দিতে চাচ্ছিল না তখন আমি জানতে পারি ওই গ্রামের মৌসুমী আক্তার  নামে একটি বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে রয়েছে। পরে আমি তার বাবার সঙ্গে আলাপ করে বিয়ের দিন ধার্য করি এবং গ্রামের মানুষের সঙ্গে সম্মিলিতভাবে চাঁদা তুলে বিয়ের আয়োজন করা হয়। পরে গতকাল সোমবার  শরীয়ত মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন করে বাড়িতে নিয়ে আসা হয়। এখন তারা ভালোই আছে।
 
তিনি আরও বলেন, মঙ্গলবার আলাউদ্দিনের   বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছে সেখানে গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবে।
 
সমাজ সেবক জাহাঙ্গীর মোল্যা  ও ফকির জাহাঙ্গীর বলেন, বিষয়টি আমরা শুনেছি। আজ তাদের বৌভাত হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর