, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে পুকুরে দুর্বৃত্তদের দেয়া বিষে দশ লক্ষ টাকার মাছের ক্ষতি

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৩ ০৮:৫৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৩ ০৮:৫৫:৪২ অপরাহ্ন
সিরাজগঞ্জে পুকুরে দুর্বৃত্তদের দেয়া বিষে দশ লক্ষ টাকার মাছের ক্ষতি
আমিরুল ইসলাম,সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপমালতি নগর গ্রামে মংস্যচাষির পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দশ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
 
জানা যায়, রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মংস্য চাষী মো: ইসমাইল হোসেন, দীর্ঘদিন ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছে।
 
গতকাল (২৩ জুলাই) রবিবার সন্ধ্যায় সে পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি চলে যায়। দিবাগত রাতের যে কোন সময় দুর্বৃত্তরা তার পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে।
 
সকালে সে পুকুরে গিয়ে দেখতে পায় অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে বলে জানান। পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ঘটনাটি শুনেছি তবে এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ সংবাদ