, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৮ মাদকসেবীর ৩ মাস জেল

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৩ ০৭:৫৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৩ ০৭:৫৫:০৭ অপরাহ্ন
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৮ মাদকসেবীর ৩ মাস জেল
আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ মাদক সেবীকে ৩ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ। 
 
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম এই আদেশ দেন।
 
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ৩নং সিংড়া ইউপির মগলিশপুর গ্রামের মৃত শরাফত প্রধানের ছেলে রেজাউল করিম (৫৪), কশিগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে বকুল সরকার (৩৮), একই গ্রামের মৃত ওসমানের ছেলে আমিরুল ইসলাম (৪৩) ও দিলজার হোসেনের ছেলে তারাজুল ইসলাম (২৮), দক্ষিণ দেবীপুর গ্রামের জাহিদুল ইসলামেরে ছেলে মেহেদুল ইসলাম (২৬), সিংড়া গ্রামের কালাম হোসেনের ছেলে আতিয়ার রহমান (২৭), রামেশ্বরপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে বাবু মিয়া (৪৫), এবং পৌরসভা কাদিমনগর এলাকার সাইদুল ইসলামেরে ছেলে রাজু মিয়া (২৮)। 
 
ঘোড়াঘাট থানার ওসি জানান, গত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ৮ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে সকালে ভ্রাম্যমান আদালতে সকলকে হাজির করা হলে তাদের প্রত্যেককে ৩ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতে। দন্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ