, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দেশের ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে ফারজানা-নাহিদা

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৩ ০৫:৫৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৩ ০৫:৫৬:৩২ অপরাহ্ন
দেশের ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে ফারজানা-নাহিদা
এবার মেয়েদের ওয়ানডে র‍্যাংকিংয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা ওপেনার ফারজানা আক্তার পিংকি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে তিনি আইসিসির ব্যাটারদের র‍্যাংকিংয়ে সেরা বিশে উঠে এসেছেন। এছাড়া ২৩ বছর বয়সী স্পিনার নাহিদা আক্তারও ইতিহাস গড়ে উঠে এসেছেন বোলারদের র‍্যাংকিংয়ের সেরা বিশে।

এদিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা। মেয়েদের আন্তর্জাতিক ওয়ানডেতে তিনিই বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। ভারতের বিপক্ষে ১-১ ড্র হওয়া সিরিজের প্রথম দুই ম্যাচেও তিনি ২৭ ও ৪৭ রানের দুটি ইনিংস খেলেন।

এতে ১১ ধাপ এগিয়ে ফারজানা উঠে এসেছেন র‍্যাংকিংয়ের ১৯ নম্বরে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে উঠেছিলেন রুমানা। এতদিন সেটাই ছিল বাংলাদেশের সেরা র‍্যাংকিং। ফারজানার রেটিং পয়েন্ট এখন ৫৬৫। এটাও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে নাহিদা আক্তারও গড়েছেন ইতিহাস।

এদিকে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৭ রানে ৩ উইকেট নেওয়া এই স্পিনার উঠে এসেছেন শীর্ষ বিশে। ৪ ধাপ এগিয়ে নাহিদার অবস্থান এখন ১৯ নম্বরে। আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে এটিও বাংলাদেশের সেরা। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে র‍্যাংকিংয়ের ২০তম অবস্থানে ছিলেন সালমা খাতুন। যা এতদিন পর্যন্ত বাংলাদেশের সেরা র‍্যাংকিং ছিল।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান