, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফ্রান্সের টি-টেন লিগে মোহাম্মদ আশরাফুলের টর্নেডো সেঞ্চুরি

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৩ ০৫:১২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৩ ০৫:১২:৪৪ অপরাহ্ন
ফ্রান্সের টি-টেন লিগে মোহাম্মদ আশরাফুলের টর্নেডো সেঞ্চুরি
এবার এলেন, খেললেন, নিজের জাত চেনালেন। ফ্রান্সের টি-টেন লিগে অভিষেক ম্যাচেই নিজের বিধ্বংসীরূপ দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। লিগে নিজের প্রথম ম্যাচেই তিনি খেলেছেন ৪০ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস। তার এই টর্নেডো ব্যাটিংয়ের সুবাদে ১০ উইকেটের বড় জয় পেয়েছে তার দল এসি সেইন্টস।

এদিকে চলতি লিগে এটি তাদের দ্বিতীয় জয়। ভিলেনুভ সুপার কিংসের করা ১৩৭ রানের জবাবে আশরাফুলের বিধ্বংসী ইনিংসে ভর করে ৯ বল আর ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় এসি সেইন্টস।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে সানথিরাকুমারানের ২৬ বলে ৪৪, থিমুকুরানের ২১ বলে ৫৩ আর পিরাকাজানের ৯ বলে ২১ রানের ইনিংসে ভর করে এসি সেইন্টসের সামনে ৩ উইকেটের খরচায় ১৩৭ রানের পুঁজি দাঁড় করায় ভিলেনুভ সুপার কিংস।

এদিকে সেইন্টসের হয়ে দুই ওভার হাত ঘুরিয়ে ১১ রানের খরচায় দুই উইকেট নেন খান রাব্বানি। একটি উইকেট নেন রুহুল আমিন। দুই ওভার করেন আশরাফুলও। তবে বেশ খরুচে ছিলেন এই স্পিনার। ওভার প্রতি দেন তিনি ১৬ রান।

তবে ব্যাট হাতে বাজে বোলিংয়ের সেই রেশ ঘুচিয়ে দেন অ্যাশ। চার ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে ৪০ বলে খেলেন ১১৮ রানের ইনিংস। যেখানে ছিল তার ২০টি চার আর চারটি ছক্কার মার। ইউরোপের ক্রিকেটে আশরাফুলের এটিই প্রথম সেঞ্চুরি। ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল ২৯৫।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা