, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ , ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


মেসির গোলকে স্মরণীয় করে রাখতে ৮০৭ টি ছাগল দিয়ে অভিনব প্রচারণা

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৩ ০২:৪২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৩ ০৪:৫৯:১৩ অপরাহ্ন
মেসির গোলকে স্মরণীয় করে রাখতে ৮০৭ টি ছাগল দিয়ে অভিনব প্রচারণা
এবার ইন্টার মায়ামির হয়ে স্মরণীয় অভিষেক করেছেন বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। প্রথম ম্যাচে অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে গোল করে দলকে জিতিয়েছেন তিনি। তার এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে অনেক তারকারা হাজির ছিলেন স্টেডিয়ামে। মেসির গোলের পর ডেভিড বেকহ্যামকে অশ্রুসিক্ত হতেও দেখা যায়। প্রথম ম্যাচে তিনি গোল করে নিজের ক্যারিয়ারে ৮০৮ নম্বর গোল করার মাইলস্টোন অর্জন করেন।

ইন্টার মায়ামিতে যোগ দেয়ার আগে তার গোল সংখ্যা ছিল ৮০৭টি। মেসির এই ৮০৮ নম্বর গোলকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্য়োগ নিয়েছে জনপ্রিয় চিপস প্রস্তুতকারী সংস্থা লেস (Lays)। মেসির ৮০৮টি গোলকে সম্মান জানাতে সমান সংখ্যক ছাগল দিয়ে মেসির মুখ বানিয়েছে সংস্থাটি। অর্থাৎ, ৮০৮টা জীবিত ছাগলকে দিয়ে মেসির মুখ বানানো হয়েছে। সেই ভিডিও শেয়ার করা পর তা ইতোমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

এদিকে মেসির সম্মান জানাতে অনেক সংস্থা ও অনেক ব্যক্তি একাধিক উদ্যোগ নিলেও ছাগল দিয়ে এই ধরনের কর্মকাণ্ড আগে কেউ করেনি। ছাগলকে দিয়ে মেসির মুখ বানানো হয়েছে কারণ মেসিকে তারা সর্বকালের সেরা হিসেবে মনে করে। আর এক্ষেত্রে ‘গোট’কে সম্মান জানাতে ছাগলের থেকে আদর্শ কিছু হতে পারে না।

যুক্তরাষ্ট্রে অভিষেকে ইন্টার মায়ামির হয়ে পুরো সময় খেলেননি মেসি। তিনি পরিবর্ত খেলোয়াড় হিসেবে ম্যাচের ৫৪ মিনিটের সময় মাঠে নামেন। ম্যাচের ৯৪ মিনিটের সময় একটি ফ্রি কিক পায় মায়ামি। সেটা মেসি নিতে যান। বাঁ পায়ের শটে তিনি গোলরক্ষকের ডানদিক দিয়ে বল জালে জড়ান। একক দক্ষতায় গোল করে তিনি দলকে জেতান। তার ওপর ভর করে এবার বাকি ম্যাচগুলোও জিততে চাইছে মায়ামি।

এদিকে ম্যাচের পর বেকহ্যাম বলেন, এই ধরনের ম্যাচ দেখা সত্যিই দারুণ। সাবেক খেলোয়াড় হিসেবে আপনার হতাশ হওয়া স্বাভাবিক। খেলোয়াড় হিসেবে দল হারলে নিজের মধ্যে কিছু করার একটা ইচ্ছে থাকে। কিন্তু মালিক হিসেবে দর্শকাসনে বসে হা-হুতাশ করা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু আজ মানুষের আনন্দ করার দিন। এই দিনটার কথা কল্পনা করেই তো আমি, জর্জ (মেসির বাবা) এবং জোসে (মাস, ইন্টার মায়ামির আর এক মালিক) মেসিকে এখানে এনেছি।

অন্যদিকে মেসি বলেন, আমি জানতাম যে, গোল আমাকে করতেই হবে। খেলার একদম শেষ পর্যায় ছিল ওটা। গোল করতে চেয়েছিলাম যাতে খেলা পেনাল্টিতে না গড়ায়। এই জয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমাদের আত্মবিশ্বাস দেবে এই জয়।
সর্বশেষ সংবাদ
ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের