আগামী ১ আগস্ট (মঙ্গলবার) রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ই-মেইলের মাধ্যমে ডিএমপিতে আবেদন করে সংগঠনটি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আতাউর রহমান সরকার জানান, সমাবেশের অনুমতি চেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ডিএমপি কমিশনার বরাবর ই-মেইলে পাঠানো হয়েছে। আবেদনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১ আগস্ট দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে ডিএমপির সহযোগিতা চাওয়া হয়।
এর আগে, সোমবার এক সংবাদ সম্মেলনে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। তিন দিনের কর্মসূচির মধ্যে আগামী ২৮ জুলাই দেশের সব মহানগরে মিছিল করবে জামায়াত। এরপর ৩০ জুলাই জেলা শহরগুলোতে মিছিল ও ১ আগস্ট ঢাকায় সমাবেশ করবে দলটি।