ক্রিকেটার মোহাম্মদ মিঠুন জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০২১ সালে জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর আর জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলার সুযোগ হয়নি এই ডানহাতি ব্যাটারের। দীর্ঘদিন ধরেই নিজের সেরা ফর্মে নেই তিনি। গত বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ভালো করতে পারেননি তিনি।
১১ ম্যাচে মাত্র ১০৯.৯১ স্ট্রাইকরেটে ২৩৩ রান করেছিলেন মিঠুন। তবে তিনি মনে করেন, ভালো খেলেও নজরে আসেন না। এবার মিঠূন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার সুযোগ পেয়েছেন।
শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে মিঠুন বলেন, “অনেকে অল্প পারফর্ম করেও অনেক হাইলাইট হয়, আবার দেখবেন, অনেকে বছরের পর বছর ভালো করেও মানুষের নজরে আসে না। আমি হয়তো ওই কাতারেই পড়ে গেছি।”
এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের সাথে গল টাইটান্সের হয়ে একই দলে খেলবেন মিঠুন।
এছাড়াও বাংলাদেশ থেকে আরও তিন ক্রিকেটার প্রস্তাব পেয়েছেন লিগটিতে খেলার। জাফনা কিংসের হয়ে শোয়েব মালিকের অনুপস্থিতে কয়েকটি ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছেন, জাতীয় দলের তরুণ তুর্কি তাওহীদ হৃদয়।
এছাড়াও ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন আহমেদ। পেসার শরিফুল ইসলাম কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন।