, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট মৎস্য সেক্টর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে: এমপি হেলাল

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৩ ০১:০৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৩ ০১:০৬:১২ অপরাহ্ন
প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট মৎস্য সেক্টর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে: এমপি হেলাল
ওমর ফারুক,নওগাঁ থেকে: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৫ জুলাই)  সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভাসহ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট মৎস্য সেক্টর গড়ে তুলতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।

এমপি হেলাল বলেন,দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত মাছ রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং বাংলাদেশের উন্নয়নে মৎস্য খাত ভূমিকা রাখবে বলে আমি মনে করি। 

তিনি আরও বলেন,বলেন,মাছের উৎপাদন,বিপণনসহ মৎস্য খাতের সব প্রক্রিয়ায় সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা রয়েছে।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্ড দেবনাথ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার, উপজেলা আসনার ভি,ডি,পি অফিসার মোঃ আমিনুল হক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল প্রমুখ। 
এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ

এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ: নাহিদ