এবার প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়ে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি সম্বলিত ফোন পাওয়ার পর গতকাল সোমবার রাতে হাতিরঝিল থানায় এই জিডি করেন তিনি।
হিরো আলম বলেছেন, ঢাকায় অবস্থানকালে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে সোমবার রাত পৌনে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত তিন বার অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। “ওই ব্যক্তিকে গালিগালাজ করতে নিষেধ করলে সে আগামী সাত দিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়।”
এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন বলেন, “হিরো আলম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি আদালতে জানাব এবং আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।” বগুড়া থেকে ঢাকায় এসে ভোটে দাঁড়িয়ে আক্রান্ত হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভোগার কথা আগেও জানিয়েছিলেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।
এর আগে গত ১৭ জুলাই ভোটগ্রহণের দিন বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে হামলার শিকার হন তিনি। এজন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেন তিনি। হিরো আলমের উপর হামলা নিয়ে দেশে-বিদেশে উদ্বেগের মধ্যে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।