, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি

কালীগঞ্জে দুই শতাধীক প্রাথমিক শিক্ষার্থীকে খাওয়ানো হলো দুধ

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ০৮:৩৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ০৮:৩৩:৫১ অপরাহ্ন
কালীগঞ্জে দুই শতাধীক প্রাথমিক শিক্ষার্থীকে খাওয়ানো হলো দুধ
কালীগঞ্জ (গাজীপুর) থেকে : গাজীপুরের কালীগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি আওতায় ২০৫ জন শিক্ষার্থীকে খাওয়ানো হলো দুধ। সোমবার (২৪ জুলাই) দুপুরে টিফিন পিরিয়ডে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ দুধ খাওয়ানো হয়।
 
প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ডেইরী উন্নয়ণ প্রকল্পের (এলডিডিপি) বাস্তবায়িত এ কর্মসূচির আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপতাল। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
 
উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইউসুফ হাবিব। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতাভুক্ত ঈশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি এই পাইলট কর্মসূচি চলমান থাকবে ২০২৫ সালের জুন পর্যন্ত। শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্য প্রদর্শনীর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাক-প্রাথমিক ১ম-৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে প্রতিদিন ২০০ মিলি দুধ খাওয়ানো হবে। মূলত: এক দিকে পুষ্টি চাহিদা মেটাতে এবং অপর দিকে পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
 
উল্লখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠণের উদ্দেশ্যে দেশের ৩০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সারা বছর বিনামূল্যে দুধপান করানোর পাইলট কর্মসূচী গ্রহণ করেছে সরকার। প্রথম পর্যায়ে ৫০টি এবং দ্বিতীয় পর্যায়ে ২৫০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু করা হয়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস