, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পানামাকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ০৭:০৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ০৭:০৬:২৬ অপরাহ্ন
পানামাকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল মানেই বাড়তি রোমাঞ্চ, বাড়তি উম্মাদনা। লাতিন আমেরিকার এ দুই দেশের ফুটবল জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তাদের সমর্থনে পুরো পৃথিবী ভাগ হয়েছে যায় দুই ভাগে। এদিকে কাতার বিশ্বকাপ উম্মাদনার ৭ মাস না যেতে আবারো ফুটবলের বড় মঞ্চ নিয়ে হাজির ফিফা। এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসেছে নারীদের ফিফা ফুটবল বিশ্বকাপ।

যেখানে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দূর্বল পানামাকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করে সেলেসাও নারীরা। বাংলাদেশ সময় বিকাল ৫টায় অস্ট্রেলিয়ার কুপারস স্টেডিয়ামে মাঠে নেমেছিল পানামা এবং ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই মনোযোগ ছিল ব্রাজিলের।

ফলও পেয়ে যায় সেলেসাও নারীরা ম্যাচের ১৯ মিনিটে আরির গোলে প্রথম লিড নেয় তারা। এরপর ৩৯ মিনিটে আবারও আরির গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। অপরদিকে ম্যাচের প্রথমার্ধে বলার মত তেমন কোনো সুযোগই করতে পারেনি পানামা। পুরোটা সময় ইতালির আক্রমণ ঠেকাতেই হিমশিম খেতে হয়েছে তাদের।

প্রথমার্ধের বাকি সময় উভয় দলের কেউ আর গোলের দেখা না পেলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় লাতিন আমেরিকার দেশটি। বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধেও আক্রমনের আধিপত্য ধরে ব্রাজিলের নারীরা। যার ফলও আসে দ্রুত ম্যাচের ৪৮ মিনিটে বিয়াট্রিজের গোলে ব্যবধান ৩-০ করে সেলেসাওরা।

এরপর ম্যাচে ফিরতে মরিয়া পানামা পরিবর্তন আনে দলে, তারপরও তেমন কোনো সুযোগই করতে পারেননি। উল্টো ৭০ মিনিটে আরও একটি গোল হজম করে ম্যাচ থেকে একপ্রাকার ছিটকে যায় পানামা। এদিকে এই গোল দিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আরি। দ্বিতীয়ার্ধের বাকি সময় আর গোলের দেখা না হলে ৪-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল নারীরা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) ফ্রান্সের বিপক্ষে অস্ট্রেলিয়ার সানক্রপ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২ আগস্ট) জ্যামাইকার বিপক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্ন র‌্যাক্টেঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’