, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


তাসকিনের পর লঙ্কান প্রিমিয়ার লিগে ডাক পেলেন হৃদয়ও

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ০৬:০৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ০৬:০৭:৩০ অপরাহ্ন
তাসকিনের পর লঙ্কান প্রিমিয়ার লিগে ডাক পেলেন হৃদয়ও
আজ সোমবার সকালেই জানা গিয়েছিলো বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদকে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পাঠিয়েছে ডাম্বুলা অরা; বিকেলেই আরও একটি সুখবর পেলো বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা। এবার জাতীয় দলের তরুণ তুর্কি তাওহীদ হৃদয়কে এলপিএলে খেলার জন্য প্রস্তাব দিয়েছে জাফনা কিংস।

হৃদয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি জানিয়েছে দেশের প্রথমসারির একটি গণমাধ্যম। জাফনা কিংসের হয়ে প্রস্তাব পাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইতোমধ্যে জানিয়েছেন তাওহীদ হৃদয়। শেষ পর্যন্ত যদি লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার জন্য বোর্ড যদি এই ক্রিকেটারকে এনওসি দেয়, তাহলে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পর বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হবে হৃদয়ের।

জাতীয় দলে অভিষেকের পর থেকেই আস্হার প্রতিদান দিয়ে যাচ্ছেন হৃদয়। টি-টোয়েন্টিতে ৮ ম্যাচের ৭ ইনিংসে ১৩৫.৬৫ স্ট্রাইকরেটে ব্যাট করে রান করেছেন ১৫৬। এছাড়াও ওয়ানডেতেও অভিষেকের পর থেকেই দারুণ সময় কাটাচ্ছেন অনুধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

ওয়ানডেতে ৯ ম্যাচের ৮ ইনিংসে ব্যাট করে ৩ ফিফটিতে ৪৮.২৮ গড়ে রান করেছেন ৩৩৮। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান দল পেয়েছেন। এছাড়াও গল গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন মোহাম্মদ মিঠুন।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ