ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ৫ সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৪ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নবনিযুক্ত সহকারী প্রক্টরগণ হলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. ইয়ামিন মাসুম, চারুকলা বিভাগের প্রভাষক তানিয়া আফরোজ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগী।
অফিস আদেশ অনুযায়ী তারা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।