, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ , ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


একই কলেজের ৫০০ শিক্ষার্থী বুয়েট-ঢাবি-মেডিকেলে চান্স পেলেন

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ০৫:৪৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ০৫:৪৪:০৪ অপরাহ্ন
একই কলেজের ৫০০ শিক্ষার্থী বুয়েট-ঢাবি-মেডিকেলে চান্স পেলেন ফাইল ছবি
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন। 

আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলী তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজিজুল হক কলেজ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন প্রায় ৬০ জন। সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ২০০ এর অধিক শিক্ষার্থী। আর ঢাবিতে অড়াই শতাধিকের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

প্রফেসর মো. শাহজাহান আলী গণমাধ্যমকে বলেন, প্রতি বছরই আমাদের কলেজ থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পেয়ে থাকেন। কতজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন তার সঠিক সংখ্যা বের করা যায় না। তবে আমরা চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তার একটা ধারণা পেয়ে থাকি।

তিনি আরও জানান, আমরা আমাদের শিক্ষার্থীদের পুরো সিলেবাস একেবারে পড়তে দেইনা। পুরো সিলেবাসকে কয়েকটি ভাগে ভাগ করে সেগুলো তাদের পড়াই। প্রতি সপ্তাহে তাদের দুটি করে ক্লাস টেস্ট হয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের তৈরি করে নেয়। ফলে ভর্তি পরীক্ষার সময় তাদের খুব একটা সমস্যা হয় না।

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সরকারি আজিজুল হক কলেজ থেকে অংশ নিয়েছিলেন এক হাজার ৪০০শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৯৪ জন।জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা এক হাজারের বেশি।
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম